কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় ফের খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা থেকে প্রতিটি জলকপাট সাড়ে ৩ ফুট করে খোলা হয়।
ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৬৩ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে, যাতে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে।
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বুধবার সকাল ৮টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৯০ ফুট মিনস সি লেভেল (এমএসএল), যেখানে ধারণক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল। পানির চাপ বেড়ে যাওয়ায় স্পিলওয়ে খুলে দেওয়ার বিকল্প ছিল না।
এর আগে গত ৫ আগস্ট ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ধাপে ধাপে সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত খোলা হয়েছিল। তখন প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নিষ্কাশিত হয়। পরবর্তী সময়ে পানির চাপ কমে এলে গেটগুলো ১২ আগস্ট বন্ধ করা হয়। তবে মাত্র ৯ দিন পরই ২০ আগস্ট আবার গেট খোলার প্রয়োজন হয়।
তিনি আরও জানান, হ্রদে পানির স্তর যদি আরও বৃদ্ধি পায়, তবে ধাপে ধাপে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে।

 
                             
                                    -20250910214428.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন