রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল এবং ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
রোববার (৭ ডিসেম্বর) সকালে চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘাগড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
রিজিয়ন কমান্ডার বলেন, কাউখালী এলাকায় ইউপিডিএফের সন্ত্রাসীরা জনগণকে জিম্মি করে রেখেছে। তারা সেনাবাহিনীর কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে এবং সহজ সরল উপজাতিদের চিকিৎসা সেবা নিতে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। পিছিয়ে পড়া আর পিছিয়ে রাখা এক নয়।
ইউপিডিএফ সন্ত্রাসীরা অস্ত্রের মুখে এখানকার জনগোষ্ঠীকে জিম্মি করে রেখেছে। আমি এক-দেড় হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিছু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে গিয়ে দেখি জনগণ উপস্থিত নেই। পরে জানতে পারি ইউপিডিএফের সন্ত্রাসীরা কাউকে চিকিৎসা নিতে আসতে দেয়নি।
এসময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, স্থানীয় চেয়ারম্যান, প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, আমন্ত্রিত শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


