রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর সাড়ে তিন মাসে মাত্র তিন দিন অফিস করেছেন বলে অভিযোগ উঠেছে। তার এই অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ জনগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাকিব হাসান (ডলুশাহ) আত্মগোপনে চলে যান। এরপর শুরুতে সহকারী কমিশনার (ভূমি) মালিহা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বদলির কারণে তিনি দায়িত্ব ছাড়লে গত ১৩ এপ্রিল বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার পর থেকে সাড়ে তিন মাসে ইউনিয়ন পরিষদে তিনি উপস্থিত ছিলেন মাত্র তিন দিন। তার অনুপস্থিতিতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, সামাজিক নিরাপত্তা ভাতা, বিভিন্ন অনুদান অনুমোদনসহ সব কার্যক্রম থমকে আছে।
সেবাগ্রহীতারা অভিযোগ করে বলেন, একটি সনদের স্বাক্ষরের জন্য তাদের প্রায় ১৮-২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে যেতে হচ্ছে। অনেকেই গিয়ে ফিরে আসছেন হতাশ হয়ে, কারণ সেখানে গিয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ‘আমি আরও দুই-একটি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করছি, তাই নিয়মিত ইউনিয়ন পরিষদে যাওয়া সম্ভব হচ্ছে না।’
তিনি স্বীকার করেছেন, তার অনুপস্থিতির কারণে পরিষদের কাজ স্থবির হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে আজ রোববার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি উনার (শরিফুল ইসলামের) সঙ্গে কথা বলে পরে মন্তব্য জানাব।’