রংপুরের মিঠাপুকুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার পায়রাবন্দ ও বালুয়া মাসিমপুর ইউনিয়ন থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর তেলিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুর রহমান (২৫) এক দিন আগে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর সোমবার দুপুরে বাড়ির কাছের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।
খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে সিআইডির ক্রাইম ইউনিট উপস্থিত থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
অন্যদিকে একইদিন সকালে বালুয়া মাসিমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃত আজিজার রহমানের ছেলে।
স্বজনরা জানান, আগের রাতেই পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন মান্নান। সকালে ডাকাডাকির পর সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে ফাঁসিতে ঝুলতে দেখেন তার সন্তানেরা।
মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ‘সাজ্জাদুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, আব্দুল মান্নানের ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’