ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফুটবলার সোনালীর বাবাকে ইজিবাইক উপহার দিলেন জেলা প্রশাসক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:৫৬ পিএম
ফারুক ইসলামকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের চাবি হাতে তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালীর বাবা ফারুক ইসলামকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক উপহার দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।

গত ২৫ আগস্ট বনগ্রামে ফারুক ইসলামের বাড়িতে গিয়ে তার কষ্টের জীবনযাপন দেখে একটি পাকা ঘর ও নতুন ইজিবাইক দেওয়ার আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক।

ফারুক ইসলাম আবেগভরা কণ্ঠে বলেন, ‘মেয়ে সোনালী ফুটবল খেলত বলে অনেক কটুক্তি শুনতে হতো। কিন্তু আজ সোনালীকে দেশ-বিদেশে সবাই চেনে। আমি গর্বিত, আমি সোনালীর বাবা।’