মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে হঠাৎ তৈরি হয় চরম উত্তেজনা। হাইজ্যাকের আতঙ্কে তটস্থ যাত্রীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার পথে এক যাত্রী জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আইএক্স-১০৮৬ নম্বর ফ্লাইটে ওই যাত্রীকে বারবার বাধা দেওয়া সত্ত্বেও তিনি ককপিটের দিকে ধাক্কা দিতে থাকেন। পরিস্থিতি দেখে পাইলট হাইজ্যাকের আশঙ্কা করে দ্রুত নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করেন।
এ সময় বিমানের ক্রুরা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই যাত্রীকে আটক করেন। ফ্লাইট বারাণসীতে অবতরণ না করা পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে রাখা হয়। বিমানবন্দরে পৌঁছালে সিআইএসএফ সদস্যরা তাকে হেফাজতে নেয়।
ঘটনার পর বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফ্লাইট নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া