ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:১১ পিএম
সোনাগাজী পৌর শহরে অভিযানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত কয়েকটি ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।

মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান প্রসঙ্গে মো. ইউসুফ মিয়া বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।’

অভিযানকালে পুলিশ সদস্য ও উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।