ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:৩১ পিএম
নুরুল হাসান তপু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হাসান তপুর বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. এনামুল হক।

অভিযোগে এনামুল হক উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে ইউপি সদস্য তপু তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৯ সেপ্টেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে এনামুল হকের অনুপস্থিতিতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

তিনি অভিযোগ করেন, তপু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে প্রতিষ্ঠানের লোহার পাইপসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন। এ ছাড়া দোকান থেকে ৫০টি ১২ ইঞ্চি লোহার পাইপ চুরি করে নিয়ে যান তারা।

এনামুল হক আরও জানান, তাকে হুমকি দেওয়া হয়েছে—চাঁদা না দিলে ফের হামলা চালানো হবে, মিথ্যা মামলায় ফাঁসানো হবে এবং সুযোগ পেলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য নুরুল হাসান তপু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো চাঁদা দাবি করিনি, হামলার সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই।’

মাধবপুর থানার ওসি মো. সহিদ উল্ল্যা বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’