সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান। পরে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় ছেলের বাসায় অবস্থান করছেন। তার অনুপস্থিতে ছোট ছেলে রুমন একাই ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের অভিযোগ, রুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।
সেনাবাহিনী জানিয়েছে, আটক রুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন