সাতক্ষীরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা এবং তার মরদেহ গুমের চেষ্টার অভিযোগে দায়ের করা এক মামলায় দুই আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আসামিরা হলেন, সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকার আফছার আলীর ছেলে অ্যাডভোকেট মো. অহিদুজ্জামান (৫৩) এবং কাটিয়া সরকারপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে অ্যাডভোকেট শেখ নিজাম উদ্দীন (৬২)। তারা উভয়েই সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসানকে পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে জেলার শ্যামনগরের মালঞ্চ নদীর চরে নিয়ে গুলি করে হত্যা করে তার মরদেহ গুমের চেষ্টা করা হয়।
নিহত আবিরের চাচা মো. মোনায়েম খান বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সাতক্ষীরা আমলী আদালতে মামলা দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ ৩৮ জনকে আসামি করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকাত হোসেন, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির এবং অভিযুক্ত দুই আইনজীবী।
বাদী পক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, আসামিরা উচ্চ আদালত থেকে জামিন আবেদন করতে গিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান। সে অনুযায়ী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন
আপনার মতামত লিখুন :