ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা অফিসে আগুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৬:১১ পিএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মিরা। ছবি- সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা চত্বরে অবস্থিত অফিস ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ আগুন লাগে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ব্যাপক ধোঁয়া দেখা দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কম্পিউটারের আইপিএসের ব্যাটারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।