ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:০৮ পিএম
শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার নওয়াবেকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদী তীরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘খোলপেটুয়া সচেতন এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে মো. আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ গাজী, হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক হারুন-অর রশিদ, রেজাউল ইসলাম রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙন কবলিত এলাকায় তাদের বসবাস। খোলপেটুয়া নদীর দু’পাশে থাকা পদ্মপুকুর, আটুলিয়া, কাশিমাড়ীসহ বুড়িগোয়ালীনি ইউনিয়নের বিভিন্ন অংশের উপকূল রক্ষা বাঁধ প্রতিনিয়ত ভাংছে। বাধ্য হয়ে সরকার চলতি বছরে খোলপেটুয়া থেকে বালু উত্তোলনের অনুমতি না দিয়ে আশাশুনি উপজেলার হিজলিয়া চরের ৫ একর জায়গাকে বালুমহল ঘোষণা করেছে।

অথচ বালু লুটের সাথে জড়িতরা প্রতি রাতে ৩০/৩৫টি বডি ও কার্গো দিয়ে এসব এলাকার চর থেকে ড্রেজিং করে বালু উত্তোলন করছে। স্থানীয়রা আপত্তি জানালে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ মামলা-হামলার হুমকি দেওয়া হচ্ছে। 

বক্তারা অভিযোগ করে বলেন, নৌ-পুলিশকে সময়মতো জানানো হলেও তারা নানাভাবে বিষয়টি এড়িয়ে যায়।

সম্প্রতি ২টি অভিযানে ২টি কার্গো আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫০ হাজার করে টাকা জরিমানা করলেও বালু লুট থেমে নেই। রাতের অন্ধকারে বালু লুটের কথা উল্লেখ করে তারা অভিযোগ করেন ভাঙনমুখে পড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বিরোধিতা করায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তারা পরিবেশ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।