সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় বুড়িগোয়ালিনী নৌ পুলিশ বাল্কগেটসহ দুই জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান।
আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার ঘোলা এলাকার ইউনুস শেখের ছেলে ওয়াছ কুরুনি ও মনিরুল ইসলাম।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওয়াছ কুরুনিসহ দুই জনকে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনের উল্লঙ্ঘনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে তাদের পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার রাশেদ হোসাইন বলেন, ‘অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’
এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার ওসি ওহিদুজ্জামান জানান, কপতাক্ষ নদে অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।