এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরা জেলার তিনটি কলেজে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এ বছর এসব প্রতিষ্ঠানে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষরা বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: সাতক্ষীরা ইসলামিয়া মহিলা কলেজ, আখড়াখোলা আইডিয়াল কলেজ এবং সাতক্ষীরা কমার্স কলেজ।
সাতক্ষীরা ইসলামিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন বলেন, ‘আমাদের কলেজ থেকে নয়জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেয়। কিন্তু কেউই পাস করতে পারেনি। এদের মধ্যে চারজন মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি পাঁচজনের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় নিয়মিত ক্লাসে আসেনি।’
‘অনেকে আবার বলেছে, পাশের হার খারাপ হয়ে যাবে বলে পরীক্ষা দেবে না। এখন পুরো প্রতিষ্ঠানের জন্য এটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
অন্যদিকে সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান জানান, ‘আমাদের কলেজ থেকে তিনজন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। তাদের মধ্যে দুইজন পরীক্ষা দিয়েছে, তবে কেউই পাস করতে পারেনি।’
আখড়াখোলা আইডিয়াল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খায়ের বলেন, যশোর শিক্ষা বোর্ড থেকে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল পাঠানো হচ্ছে। তাই সম্পূর্ণ তথ্য হাতে পেতে কিছুটা সময় লাগছে। এ ছাড়াও অনেক উপজেলায় শিক্ষা অফিসার না থাকায় দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা কাজ করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন