সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় এবং তাড়াশ উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) ভোরে ও সকালে এসব দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৫) ও তাড়াশ উপজেলার ক্ষুদ্র মাধাইনগর গ্রামের বাসিন্দা ঈমান আলী (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী একটি আম বোঝাই ট্রাক নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা খায়।
এ সময় ঘটনাস্থলেই চালকের সহকারী ভাগ্নে মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয় এবং আরেকজন আহত হন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। আর নিহতের মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি থানায় রাখা হয়েছে বলে জানান আব্দুর রউফ।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ইমান আলী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রোববার ভোরে দুইজন যাত্রী নিয়ে তিনি তাড়াশের দিকে যাচ্ছিলেন। আমসারা এলাকায় পৌঁছলে একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মটরসাইকেলে থাকা তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের পর তাড়াশ সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ইমান আলীর মৃত্যু হয়।
তিনি বলেন, আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেলের যাত্রী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সিফাত (২১) ও শামীম সরকারকে (২৯) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি জিয়াউর।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন