ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে বাস চাপায় অটোচালক নিহত, আহত ১০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৮:৫৭ পিএম
শাহজাদপুরে দুর্ঘটনা কবলিত অটোরিকশার । ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় একজন অটোরিকশা চালক নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস বাঘাবাড়িতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ৩-৪টি সিএনজি অটো ও একটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক বাহাদুর মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।