ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম প্রান্তে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে অবস্থান নেন। এ সময় প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই প্রান্তেই যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সেখান থেকে সরে যান।
এ সময় বিক্ষোভকারীরা নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলেন এবং জিএম কাদেরকে গ্রেপ্তারেরও আহ্বান জানান।
শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে সাবেক ভিপি নুর আহত হন বলে জানা গেছে।