উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে বিনামূল্যে প্রণোদনার এসব সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল ইসলাম মোগল, মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ উপজেলা পরিষদ ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর উপজেলার প্রান্তিক কৃষকদেরকে চলতি রবি মৌসুমে সরিষা চাষের জন্য জনপ্রতি ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৬ হাজার ১১০ জন কৃষক প্রণোদনার এই কৃষি সামগ্রী পাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন