ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ্ মো. রাশেদ রাহাতসহ র্যাবের অন্যান্য সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. মাসুদুল করিম (৪৮), ছামির (২৩), রুবেল (৫৫), আজাহার (৪৮), শামীম (২৭), আশরাফুল (২৩), মো. হারিদুল ইসলাম (৪২), মো. আল-আমিন (২৫), তুষার আহম্মেদ (২৭), বিজয় (৫০), নজরুল ইসলাম (৪৫), ইদ্রিস আলী (৪০), শহিদুল ইসলাম (৩০), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮), চঞ্চল (৩৩), আ. রাজ্জাক (৬২) ও মো. আল-আমিন (৪৫)।
১ থেকে ১৬ নম্বর পর্যন্ত আসামিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ্ মো. রাশেদ রাহাত বলেন, ‘দালাল চক্রের সদস্যরা গরিব ও অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে, কম খরচে উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দেয়। এমনকি অনেক সময় রোগীদের জিম্মি করে পছন্দের অনুমোদনহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়, যা দরিদ্র রোগীদের আর্থিক ক্ষতির মুখে ফেলে। এসব অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন