সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোহান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ার কান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী গ্রামের লিটন মাহমুদের ছেলে এবং আহত বাদশা (১৮) নামের যুবক গয়হাটা গ্রামের ছানোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানানন, রোববার দুপুর ১টার দিকে রোহান ও বাদশাসহ কয়েকজন বন্ধু তিনটি মোটরসাইকেলে করে উল্লাপাড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। এ সময় তারা বেপরোয়া গতিতে বাউলি দিতে দিতে যাওয়ার একপর্যায়ে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা ঘটনাস্থলে এসে রোহানকে মৃত অবস্থায় এবং বাদশাকে পাশের ডোবায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর রোহান ও বাদশার সঙ্গে থাকা অন্য বন্ধুরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. আরব আলী বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন