সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রীকোলা চৌকিদহ সড়ক সেতুর নিচ থেকে আমিনুল সেখ (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে স্থানীয়দের খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন বিলসূর্য নদীর পাড়ে সেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সনাক্তের চেষ্টা শুরু করে। প্রাথমিকভাবে নিহতের নাম আমিনুল সেখ বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মোল্লা বলেন, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।”
এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, “আমিনুল হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে আমরা তিনটি গোয়েন্দা সংস্থার সহায়তায় তদন্ত শুরু করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।”
ইতোমধ্যে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, এএসপি আসাদুজ্জামান শাকিল, ওসি একরামুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


