ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:৫৯ পিএম
তাহিরপুর উপজেলার ছিলানী তাহিরপুর গ্রামে হাউসবোট থেকে পড়ে শিশুটির মরদেহ উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে মাসুম মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছিলানী তাহিরপুর গ্রামে হাউসবোট থেকে পড়ে শিশুটি নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট থেকে পরিবার-পরিজন নিয়ে ১৫-১৬ জনের একটি দল তাহিরপুর থানা ঘাটে আসে। এরপর লালন তরী নামের একটি পর্যটকবাহী হাউসবোটে চড়ে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেন তারা। দুপুরে ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় মাসুম। সঙ্গে সঙ্গে তার বাবা পানিতে ঝাঁপিয়ে পড়েন কিন্তু শিশুটিকে উদ্ধার করতে পারেননি।

খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। প্রায় চার ঘণ্টার অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শিশুটি দুপুরে পানিতে পড়ে নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’