ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে বাস খাদে পড়ে আহত ২৮, নিখোঁজ ২

​​​​​​​সিলেট ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৭:১৭ এএম
সিলেট-তামাবিল মহাসড়কে বাস খাদে। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিভরা খাদে পড়ে গেছে। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ২ জন।

শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সিলেটের জাফলং থেকে ছেড়ে সিলেট শহরের দিকে যাচ্ছিল।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, একটি ইজিবাইককে ধাক্কা না দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ৮-৯ ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০-৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৮ জন আহত হন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, দুই যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ওসি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অভিযান চালাচ্ছেন।

ওসি হাবিবুর রহমান আরও জানান, বাসটিতে ৩৬টি আসন ছিল। স্থানীয়দের সহায়তায় বাসটি পানির নিচ থেকে উদ্ধার করে ডাঙ্গায় তোলা হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।