সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ এলাকার ব্যবসায়ি নোমান উদ্দিন হত্যা মামলায় আটক শ্যালক হানিফ উদ্দিন সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন আসামি সুমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, নোমান উদ্দিন হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে শ্যালক হানিফউদ্দিন সুমনকে আটক করে পুলিশ। পারিবারিক বিরোধ, বিশেষ করে বাড়ির মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পরিবারের।
তদন্ত কর্মকর্তা (এসআই) আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’