ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

মধুপুর বনে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি! আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৬:৫৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ী আজাদ আজাদ আলী আকন্দ(৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মাংস কাটার কসাই বলে জানিয়েছে অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন। 

বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ (শেওড়াতলা) এলাকায় এই অভিযান চালানো হয়।

অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতভর অভিযান চালায়। এ সময় জঙ্গলের ভেতরে একটি ঘোড়া জবাইয়ের চক্রের সন্ধান পাওয়া যায়। ঘটনাস্থল থেকে জামালপুর সদর উপজেলার দড়ি পাড়া গ্রামের মৃত জবর আলীর ছেলে আজাদ আলী আকন্দ (৬০) কে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, ‘চক্রটি বিভিন্ন এলাকা থেকে ঘোড়া চুরি করে এনে বনাঞ্চলের নির্জন স্থানে জবাই করে গরুর মাংস হিসেবে বাজারজাত করছিল। ওই রাতে তারা তিনটি ঘোড়া জবাই করেছিল। আরও সাতটি জীবিত ঘোড়া গাছের সঙ্গে বাঁধা ছিল, যেগুলো আমরা উদ্ধার করেছি।’

আজাদ আলী পেশায় একজন কসাই এবং চক্রটি তাকে ভাড়া করেছিল বলে জানান এসআই বিমল চন্দ্র পাইন। এই চক্রের পেছনে থাকা এক গডফাদারের নামও পুলিশের কাছে এসেছে, যা মামলার এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে এ সময় ৭টি জীবিত ঘোড়া, জবাই করা মাংস, বরফ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। 

স্থানীয় বাসিন্দারা বলেন, এমন নিষ্ঠুর ও প্রতারণামূলক ঘটনা বনাঞ্চলে যে ঘটে, তা ভাবতেও শিউরে উঠতে হয়। গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। দ্রুত চক্রের মূলহোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’