টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী হেমনগর কলেজ মাঠে এক প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় হেমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত খেলায় মুখোমুখি হয় গোপালপুর উপজেলা নারী ফুটবল দল ও ধনবাড়ি উপজেলা নারী ফুটবল দল।
খেলার মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ ও সাফ চ্যাম্পিয়নশিপজয়ী গোলাম রব্বানী ছোটন।
ম্যাচটির উদ্বোধন করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ভিপি গোলাম রোজ তালুকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গোপালপুর উপজেলা নারী ফুটবল দল ২-০ গোলে ধনবাড়ি উপজেলা নারী ফুটবল দলকে পরাজিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েত করিম তালুকদার বাদল, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ওয়াসা; হেমনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাকসুদ; হেমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জসিম মেম্বার; ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর মেম্বার; যুবদলের সভাপতি জাহাঙ্গীর; সাধারণ সম্পাদক গিয়াস; গোপালপুর থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল ইসলাম শিশিরসহ হেমনগর ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন