বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৯:২৪ এএম

আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৯:২৪ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার বাংলাদেশিকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের নজরুল ইসলাম (৫০) ও তার তিন সন্তান সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার এবং আলফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম কাজের সন্ধানে তার সন্তানদের নিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। সোমবার রাত দেড়টার দিকে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছ দিয়ে নাগরভিটা সীমান্ত অতিক্রম করেন। এ সময় ভারতের বামনবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে এবং পরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নকে বিষয়টি জানায়।

বড় পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু সালেহ বলেন, ‘বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের ফেরত দেওয়া হয়।’

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহম্মদ বলেন, ‘বিএসএফ কর্তৃক আটক চার বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক।’

Shera Lather
Link copied!