বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:১৮ পিএম

সাংবাদিক হত্যা ও হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:১৮ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার এবং রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে স্থানীয় সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মী বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে আশরাফুল আলম বলেন, সারা দেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। অন্যায়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, এদিকে রাণীশংকৈলে ক্যাসিনো সম্রাট ও বীমার নামে কয়েকশত মানুষের অর্থ আত্মসাতকারী মাসুদ রানার নিকট তার অবৈধ কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের মামলা ও প্রাণনাশের হুমকি এবং রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দেন মাসুদ রানা, যা স্বাধীন সাংবাদিকতা ও দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, অতীতে সাংবাদিক হত্যার ও হুমকির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং নিরাপত্তা বিধানে সরকারকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাবে। পাশাপাশি ক্যাসিনো সম্রাট মাসুদ রানার দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন: দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পি, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জামান মনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা তারেক মাহমুদ প্রমুখ।

রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন কর্মসূচি এক ধাপ এগিয়ে নিতে ৪৮ ঘণ্টার মধ্যে হুমকিদাতা মাসুদ রানাকে গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

Shera Lather
Link copied!