ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:৫১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা জেলা বিএনপি আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পাঠ করেন ঠাকুরগাঁও বড় মসজিদের খতিব মওলানা খলিলুর রহমান।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবর হোসেন তুহিন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো  মানুষ।

বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সকলের মাঝে ফিরে এস দেশের গণতন্ত্র পুনরুদ্দারে অবদান রাখতে পারেন এই আশাবাদ ব্যক্ত করা হয়।