সিরাজগঞ্জে রাস্তার পাশে দাড়িয়ে থাকা রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিনের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল হাকিম ও সদর উপজেলার হরিনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সৌরভ হোসেন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সোমবার রাতে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে রাস্তায় দাঁড়িয়ে থাকা রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত মিক্সিং মেশিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে এক আরোহীর মৃত্যু হয়। আরেকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :