দেশে চলমান ছাত্র আন্দোলন কেন্দ্র করে অসহযোগ আন্দোলনের মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একইসাথে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
রবিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে ভারত থেকে কাঁচা পণ্যবোঝাই ট্রাকগুলো হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বিষয়টি বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাকের মধ্যেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ পোর্ট অভ্যন্তরে পণ্য লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। পোর্ট থেকে বাংলাদেশি ট্রাকগুলো বের হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে।