স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় গত ৯ ও ১১ ডিসেম্বর পর পর দুই দফায় দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়েছিল। তবে দুই দফা বৃদ্ধির পর এবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। ভরি প্রতি ১ হাজার ৭৭৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী বর্তমান বাজারে স্বর্ণের ভরি ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা।
রোববার (১৫ ডিসেম্বর) থেকে দেশের বাজারে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।
জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার কারণে গত ৯ ডিসেম্বর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল ২২ ক্যারেটের স্বর্ণের দাম। সে অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা। এরপর গত ১১ ডিসেম্বর আরেক দফায় ১ হাজার ৮৭৮ টাকা বাড়ানো হয় স্বর্ণের দাম। আর দ্বিতীয় দফায় বাড়ার পর স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা। যা কার্যকর হয় গত ১২ ডিসেম্বর থেকে।
তবে এবার স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
কিন্তু দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২ হাজার ৫৭৮ টাকায় বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের এক ভরি রুপা।
এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে সনাতন পদ্ধতির এক ভরি রুপা।
আপনার মতামত লিখুন :