শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১০:২৮ এএম

১০ লাখ টাকার বেশি সঞ্চয়ে লাগবে আয়কর রিটার্নের প্রমাণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১০:২৮ এএম

সঞ্চয়পত্র কিনতে লাগবে আয়কর রিটার্ন।       ছবি- সংগৃহীত

সঞ্চয়পত্র কিনতে লাগবে আয়কর রিটার্ন। ছবি- সংগৃহীত

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানতের হিসাব খুলতে অথবা সচল রাখতে হলে এখন থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম সরকারি সঞ্চয়পত্র (সেভিংস বন্ড) কেনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সম্প্রতি জাতীয় সঞ্চয় অধিদপ্তর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আলোকে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৩১ জুলাই) একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে ১০ লাখ টাকার বেশি নতুন মেয়াদি আমানতের হিসাব খুলতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বাধ্যতামূলক।

আগে খোলা ১০ লাখ টাকার বেশি অংকের মেয়াদি আমানতের হিসাব সচল রাখতে রিটার্নের কপি জমা দিতে হবে।

সরকারি খাতের সঞ্চয়পত্রে ১০ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে চাইলে টিআইএন নম্বর এবং সংশ্লিষ্ট অর্থবছরের রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে।

সূত্র জানায়, ২ জুন সরকারের আর্থিক প্রস্তাবসংক্রান্ত কিছু আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। ওই অধ্যাদেশেই এই বিধান অন্তর্ভুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের ফলে আয়কর প্রদানের আওতা বাড়বে এবং বিনিয়োগ ও সঞ্চয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। তবে অনেকেই মনে করছেন, নিম্ন-মধ্যম আয়ের শ্রেণি, যারা দীর্ঘমেয়াদি ছোট সঞ্চয়ের মাধ্যমে অর্থ জমাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটি ব্যবহারিক জটিলতা তৈরি করতে পারে।

এই নীতির ফলে যেসব ব্যক্তি এতদিন টিআইএন না খুলে বা রিটার্ন না জমা দিয়ে ব্যাংকে বড় অংকের ফিক্সড ডিপোজিট করে আসছিলেন, তাদেরকে এখন কর ব্যবস্থার আওতায় আসতে হবে। এতে ট্যাক্সবেইজ বৃদ্ধি পেলেও, সাধারণ জনগণের মধ্যে আয়কর সংক্রান্ত সচেতনতা ও জটিলতা দুই-ই বাড়বে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!