প্রতি লিটারে এক টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।
নতুন এ দাম আগামীকাল ১ মে (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম হবে ১০৪ টাকা, পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দিন ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা, পেট্রোল ১২২ টাকা এবং অকটেন ১২৬ টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে গত বছরের মার্চ থেকে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। এতে প্রতি মাসে বিশ্ববাজারের ভিত্তিতে সমন্বিত দাম ঘোষণা করছে সরকার।
এরই ধারাবাহিকতায় গত বছরের ৩১ আগস্ট প্রথমবারের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে অন্তর্বর্তী সরকার। এরপর সেপ্টেম্বর থেকে বিভিন্ন মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দামে ওঠানামা দেখা গেছে।
কখনো লিটারে ৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে, আবার কোনো মাসে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণের এ উদ্যোগ দেশের অর্থনীতি ও ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক হতে পারে, তবে তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের দামের স্থিতিশীলতার ওপর।
আপনার মতামত লিখুন :