ক্রিস্টিয়ানো রোনালদো—যিনি মাঠের গোলের মতোই অর্থ উপার্জনেও কিংবদন্তিতে পরিণত হয়েছেন—অবশেষে বিলিয়ন ডলার সম্পদের মালিক হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলেন।
‘সেলিব্রিটি নেট ওয়ার্থ’-এর সাম্প্রতিক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।
পেশাদার ফুটবলে ২০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করছেন এই পর্তুগিজ মহাতারকা। কিন্তু আগে যতবারই তার আয় এক বিলিয়ন ডলারে পৌঁছেছে বলা হতো, তা ছিল মোট আয়ের হিসাব, কর ও খরচ বাদ দিয়ে প্রকৃত সম্পদ তখনও সেই সীমা ছাড়ায়নি।
তবে ২০২৫ সালের জুনে সৌদি ক্লাব আল নাসর-এর সঙ্গে করা চমকপ্রদ এক্সটেনশন চুক্তি তার ভাগ্য বদলে দিয়েছে। এবার নিশ্চিতভাবেই বলা যায়, রোনালদো এখন প্রকৃত অর্থেই বিলিয়নেয়ার।
ইতিহাস গড়া চুক্তি
আল নাসরের সঙ্গে রোনালদোর নতুন চুক্তিতে যা অন্তর্ভুক্ত রয়েছে:
বার্ষিক বেতন: ২২৪ মিলিয়ন মার্কিন ডলার
স্বাক্ষর বোনাস: প্রাথমিকভাবে ৩১ মিলিয়ন, যা বেড়ে দাঁড়াবে ৪৮ মিলিয়নে
ক্লাবের ১৫% মালিকানা: যার মূল্য আনুমানিক ৪২ মিলিয়ন ডলার
ব্যক্তিগত জেট খরচ: বছরে ৫ মিলিয়ন ডলার ক্লাব বহন করবে
১৬ জনের ব্যক্তিগত স্টাফ: সম্পূর্ণ খরচ ক্লাবের ওপর
পারফরম্যান্স বোনাস: সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার
বাণিজ্যিক আয় (স্পনসরশিপ ইত্যাদি): আনুমানিক ৭৬ মিলিয়ন ডলার
এই সব মিলিয়ে মাত্র দুই বছরে রোনালদোর আয় পৌঁছাতে পারে ৯৩৬ মিলিয়ন ডলারে, যা খেলাধুলার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
মেসিকে ছাড়িয়ে রোনালদো
২০২৪ সালে ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী, রোনালদো টানা তিন বছর সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট।
তার বার্ষিক আয় ছিল ২৭৫ মিলিয়ন ডলার, যেখানে মেসির আয় ছিল ১৩৫ মিলিয়ন ডলার—এর বেশিরভাগই ছিল বিজ্ঞাপন ও ব্র্যান্ড চুক্তি থেকে।
রোনালদোর নিজস্ব ব্র্যান্ড “CR7”-এর ২০২৩ সালের ভ্যালু ছিল প্রায় ৮৮৩.৮ মিলিয়ন ডলার, যা মেসির ব্র্যান্ড মূল্য (আনুমানিক ৮৫০ মিলিয়ন ডলার) থেকেও বেশি।
আপনার মতামত লিখুন :