অগ্রণী ব্যাংক পিএলসি’র ঢাকা সার্কেল-২-এর আওতাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলে কোর ডিপোজিট সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, কৃষিঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণহ্রাস ও ঋণ আদায় কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে ব্যাবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই ২০২৫ শনিবার নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালের আর্থিক সূচকসমূহের প্রবৃদ্ধি, রেমিট্যান্স সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, নারায়ণগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক শিশির কান্তি দাস, মুন্সিগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক খন্দকার লুৎফুল কবিরসহ উর্ধ্বতন নির্বাহী, উভয় অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন ঢাকা সার্কেল-২-এর উপমহাব্যবস্থাপক মনোয়ারা বেগম।
আপনার মতামত লিখুন :