রাজধানীর বাজারে আগুন লেগেছে কাঁচা মরিচের দামে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এর দাম বেড়েছে তিন গুণেরও বেশি। যেখানে কয়েক দিন আগেও এক কেজি কাঁচা মরিচ পাওয়া যেত ১০০ টাকার কমে, এখন সেটিই বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মানভেদে ১৮০ থেকে ২৪০ টাকা কেজি দরে। সেই মরিচই খুচরা বাজারে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানগুলোতে দামের উঠানামা আরও বেশি।
কাওরান বাজারের এক পাইকারি বিক্রেতা বজলুর রহমান বলেন, ‘টানা বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে মরিচ ও অন্যান্য সবজির খেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরবরাহ কম, তাই দাম বেড়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে আশা করছি।’
তুরাগ এলাকার নতুন বাজারের ভ্রাম্যমাণ বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, ‘তিন-চার দিন আগেও ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি করতাম ২৫-৩০ টাকায়। এখন সেটা ৭০-৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি দামে নিজেরাই বেশি কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি ছাড়া উপায় নেই।’
কেবল কাঁচা মরিচ নয়, বৃষ্টির প্রভাবে বেড়েছে ধনেপাতা ও অন্যান্য পচনশীল সবজির দামও। গতকাল বাজারে ১০০ গ্রাম ধনেপাতা বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়, যা কয়েক দিন আগেও ২০ টাকায় পাওয়া যেত।
সরবরাহ ঘাটতির পাশাপাশি খামার ও মাঠে ফসল নষ্ট হওয়ায় বাজারে চাপ বেড়েছে। ক্রেতারা অভিযোগ করছেন, প্রতিদিনের বাজার খরচ এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :