বাংলাদেশের জাতীয় ফার্ড স্কিম ‘টাকা পে’-এর নাম ব্যবহার করে একটি ভুয়া ওয়েবসাইট চালানোর অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই ওয়েবসাইটটি সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য, যেমন জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা, জন্মতারিখ, ইমেইল ঠিকানা ইত্যাদি সংগ্রহ করে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।
সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, জাতীয় ফার্ড স্কিম ‘টাকা পে’ পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে এবং এটি কোনো বেসরকারি ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত নয়। ভুয়া ওয়েবসাইটটি এমনভাবে সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষ সেটিকে আসল সাইট ভেবে বিভ্রান্ত হয়।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এনপিএসবি-এর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের নির্ধারিত নিয়মে টাকা পে কার্ড সরবরাহ করা হয় এবং এর জন্য কোনো ব্যক্তিগত আবেদন বা অনলাইনে নিবন্ধনের প্রয়োজন নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০১৫”-এর ধারা ৪৫(২)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া কেউ এই ধরনের কোনো কার্ড পরিচালনা বা প্রচার করতে পারে না। আর ধারা ৩৭(৩) অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ।
এ কারণে বাংলাদেশ ব্যাংক টাকা পে-এর নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত ভুয়া ওয়েবসাইট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং উল্লেখিত সাইটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :