নতুন অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৭৭ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি।
সোমবার (৪ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।
ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৯৬ কোটি ডলারের, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি।
তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটপণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি গত জুলাই মাসে বেড়েছে।
সব মিলিয়ে রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় ছিল ৪৮২৮ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৫ শতাংশ। নতুন অর্থবছরের শুরুটা ইতিবাচক হওয়ায় উদ্যোক্তা মহলে আশাবাদ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :