ইয়েমেন উপকূলে আফ্রিকান শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৭৪ জন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। প্রচ- ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইয়েমেনে আইওএমের প্রধান আবদুসাত্তোর এসোয়েভ সংবাদ সংস্থা এপিকে জানান, নৌকাটি আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে ১৫৪ জন ইথিওপিয়ার নাগরিক ছিলেন। আবদুসাত্তোর বলেন, ‘মাত্র ১২ জন বেঁচে ফিরেছেন। ৫৪ জনের মরদেহ খানফার জেলার উপকূলে ভেসে এসেছে এবং ১৪ জনের মরদেহ অন্য একটি স্থানে পাওয়া গেছে। এসব মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।’ জাঞ্জিবারের স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক আবদুল কাদের বাজামিল জানান, মৃতদের শাকরা শহরের কাছে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান তিনি। অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীরা ইয়েমেন এবং হর্ন অব আফ্রিকার দেশগুলোর মধ্যে নৌপথ ব্যবহার করে থাকেন। যদিও এটি অত্যন্ত বিপজ্জনক পথ হিসেবে পরিচিত। প্রতিবছরই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় প্রাণ হারান বহু মানুষ। অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা।
আপনার মতামত লিখুন :