রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট এলাকায় রাত ১১টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণ ঘটে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায়। এরপর প্রায় একই সময়ে আরেকটি ককটেল বিস্ফোরিত হয় খামারবাড়ি খেজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনের সড়কে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, রাত ১১টার দিকে কে বা কারা হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের তীব্র শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। তবে কেউ আহত হয়নি এবং কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতিও ঘটেনি।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। দু’টি ঘটনাস্থল থেকেই বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। নিরাপত্তা বাড়াতে ফার্মগেট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন