তোমরা কি ‘বুবা’কে চেনো? বুবা হলো মজার এক অ্যানিমেটেড চরিত্র, যেটি প্রথমবার ইউটিউবে দেখা যায় ২০১৪ সালে ‘ইড়ড়নধ’ নামের চ্যানেলে। এটি তৈরি করেছে রাশিয়ান অ্যানিমেশন স্টুডিও 3D Sparrow মূলত ৩ থেকে ৭ বছর বয়সী শিশুদের লক্ষ্য করে বানানো হলেও এটি নিঃশব্দ কৌতুক আর সাদামাটা গল্পের কারণে বিভিন্ন বয়সের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বুবা কিন্তু সাধারণ কোনো কার্টুন নয়! সে ছোটদের জাদুর দুনিয়ার বন্ধু। বাংলাদেশেও অনেক বাচ্চা এখন বুবার নিয়মিত দর্শক। বুবা দেখতে বেশ অদ্ভুত। গোলগাল মখমলি শরীর, ছোট্ট হাত-পা, গোল চোখ আর সাদা রঙের শরীরটা দেখে প্রথমে তাকে খরগোশ ভেবে ভুল করতে পারে কেউ কেউ! কিন্তু বুবা আসলে এক রহস্যময় প্রাণী, যার কোনো স্পষ্ট পরিচয় নেই। তবে সে যে দারুণ মজার আর প্রাণবন্ত, সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, বুবা কখনোই কথা বলে না। তবুও নানা অভিব্যক্তি, শরীরী ভাষা ও বিভিন্নরকম শব্দ দিয়ে সে সবাইকে বোঝাতে পারে, সে কী ভাবছে বা কী করতে চায়। তার এই নীরব অভিব্যক্তিই তাকে আলাদা করে তুলেছে। বুবার জীবনের প্রতিটি দিন অদ্ভুত মজায় ভরা। কখনও সে টিভির রিমোট নিয়ে খেলে, কখনও রান্নাঘরে গিয়ে নতুন রেসিপি বানানোর চেষ্টা করে! কখনও বা ল্যাবরেটরিতে গিয়ে বিজ্ঞানীর মতো এক্সপেরিমেন্ট চালায়। আবার কখনো নিজের বন্ধুর সঙ্গে মেতে ওঠে দুষ্টু খেলায়। সব কা-ই ঘটে নিঃশব্দে। শুধু শোনা যায় জুতার শব্দ, হাহা-হিহি, জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ। আর সেইসব দৃশ্য এতটাই মজার হয় যে ছোট-বড় সবাই হেসে লুটিয়ে পড়ে। মনে হতেই পারে, বুবা কি শুধুই হাসির উৎস? মোটেই না! বুবার কা-কারখানার মধ্যে লুকিয়ে থাকে ছোটদের শেখার মতো নানা বিষয়। যেমন- বন্ধুর প্রতি দায়িত্ববোধ, অন্যের অনুভূতির প্রতি যত্নশীল হওয়া কিংবা কোনো সমস্যার মজার সমাধান বের করা। বুবা কখনোই কাউকে আঘাত করে না, কোনো খারাপ ভাষা ব্যবহার করে না। তাই শিশুরা তার কাছ থেকে খারাপ কিছু শেখে না। তোমার যদি কখনো মন খারাপ থাকে, তাহলে বুবা হতে পারে তোমার সেরা সঙ্গী। ইউটিউবে এখনো নিয়মিত বুবার নতুন নতুন এপিসোড আসে। বর্তমানে ইউটিউব ছাড়াও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ও টিভি চ্যানেলেও বুবা সম্প্রচারিত হয়। বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে এটি ডাবিং বা সাবটাইটেলের মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রতিটি পর্ব মাত্র কয়েক মিনিটের, তাই একটানা অনেকক্ষণ টিভি দেখতে হয় না। তাই যদি দুষ্টু-মিষ্টি কিছু দেখতে চাও, যদি হাসতে চাও মন খুলে, তাহলে বুবার দুনিয়ায় ঢুকে পড়ো। সে হয়তো তোমারও নতুন বন্ধু হয়ে উঠবে!
আপনার মতামত লিখুন :