বিশাল এক সমুদ্রে একটি হাঙর বাস করত। হাঙরটির নাম ছিল- স্যামি। স্যামি অন্য হাঙরদের মতো খুব ভয়ংকর ছিল না। সে ছিল খুবই শান্ত ও নরম স্বভাবের। সে সমুদ্রের অন্য প্রাণীদের ভীষণ ভালোবাসত। কিন্তু স্যামির হাঙর বন্ধুরা স্যামিকে বলত, স্যামি তুমি এত শান্ত কেন? তুমি এমন শান্ত থাকলে তো সমুদ্রের অন্য প্রাণীরা তোমাকে মটেই ভয় পাবে না! চেয়ে দেখ, তোমার কত বড় শরীর! আর কত্ত তোমার শক্তি! তুমি চাইলে এই সমুদ্রে রাজত্ব করতে পার। তাই সময় থাকতে নিজের শক্তি প্রদর্শন করো। এই সব কথা বলে স্যামির বন্ধুরা স্যামিকে উপহাস করত। বন্ধুদের উপহাস শুনে স্যামির ভীষণ খারাপ লাগত। স্যামি মন খারাপ করত। সে ভাবত, আমি যদি শক্তি প্রদর্শন না করি! তবে কি এমন ক্ষতি হবে সবার? শক্তি প্রদর্শন করা মানেই তো অন্য প্রাণীদের শুধু শুধু ভয় দেখানো। এটা আমি কিছুতেই করতে পারব না! কারণ আমি অন্য প্রাণীদের ভীষণ ভালোবাসি। একদিন সমুদ্রে তুমুল ঝড় উঠল। সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়তে লাগল তীরে। ছোট ছোট মাছ আর ক্ষুদ্র প্রাণীগুলো ভীষণ বিপদে পড়ে গেল। স্যামি দেখল, তার পাশেই মাছগুলো ভেসে যাচ্ছিল। স্যামি আর দেরি করল না। সে তাড়াতাড়ি মাছ এবং অন্য প্রাণীগুলোকে তার পিঠে তুলে নিল। স্যামি সবাইকে বলল, তোমরা কেউ
চিন্তা কর না! আমি তোমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেব। স্যামির কথা শুনে মাছ এবং অন্য প্রাণীরা আশ^স্ত হলো! তাদের মধ্যে ভীষণ ক্ষুদ্র একটি মাছও ছিল। মাছটি ভীষণ কান্না করতে লাগল। স্যামিকে বলল, আমি আমার পরিবারকে খুঁজে পাচ্ছি না! ঝড়ের কারণে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি! স্যামি বলল, চিন্তা কর না! আমি তোমাকে তোমার পরিবারের কাছে পৌঁছে দেব। ছোট্ট মাছটি ভীষণ খুশি হলো।
তারপর এক সময় হঠাৎ ঝড় থেমে গেল। স্যামি সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দিল। সবাই সবার মতো আশ্রয় স্থল পেয়ে ভীষণ খুশি হলো। সবাই স্যামিকে ধন্যবাদ জানাল! তারপর স্যামির এই উপকারের কথা মুহূর্তেই পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ল। স্যামির বন্ধু হাঙরগুলোও অবাক হয়ে গেল। সবাই বলল, শুধু বড় আর শক্তিশালী হলেই সবার মন জয় করা যায় না। সবার মন জয় করতে হলে সবাইকে ভালোবাসতে হয়। বিপদে সবার উপকার করতে হয়। পাশে দাঁড়াতে হয়! শুনে স্যামি বলল, ঠিক বলেছ তোমরা! এসো আমরা সব সময় একে অপরকে সাহায্য করি। ভালোবাসি। এই ভালোবাসাই হচ্ছে আসল শক্তি! ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। এমন কী পুরো পৃথিবীও বদলানো যায়! স্যামির কথায় সবাই একমত হলো। তারপর থেকে সমুদ্রে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে লাগল!
আপনার মতামত লিখুন :