আত্মগোপনে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো ‘ইতিবাচক সাড়া’ পাওয়া যায়নি বলে পুনরায় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, নতুন করে বলার মতো কিছু নেই। শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। আমরা তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের সহযোগিতা চেয়েছি। তবে তারা এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি। আমরা অপেক্ষা করছি।
তিনি আরও বলেন, কেউ আসুক বা না আসুক, বিচার থেমে থাকবে না। আইনি প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে।
শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, সরকার চাইলে সে পথে যেতে পারে। তবে বর্তমানে এমন প্রয়োজন দেখছি না।
সেমিনারে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ‘পুশ ইন’ করার বিষয়েও সরব হন উপদেষ্টা।
তিনি বলেন, এটা প্রথাগত ব্যবস্থার ব্যত্যয়। ভারতকে আমরা স্পষ্ট বলেছি-তালিকা দিয়ে আমাদের জানালে, আমরা নাগরিকত্ব যাচাই করে ফেরত নিই। কিন্তু পুশ ইন করা হলে তা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, আমরা যুদ্ধ করবো না। আমাদের কাছে কূটনৈতিক আলোচনা ছাড়া বিকল্প নেই। প্রতিবাদ করছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও সফল না হলেও আশাবাদী যে একসময় সমাধান আসবে।
সেমিনারে ড. মোহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, এই সফরের সময় শ্রমসংক্রান্ত কোনো চুক্তি সই হবে কিনা, তা এখনই বলা কঠিন। তবে এটি অনেক অস্বস্তিকর পরিস্থিতি দূর করতে সহায়ক হবে বলে আশা করছি।
আপনার মতামত লিখুন :