বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না। দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী প্রসঙ্গে ২০২৩ সালের মে মাসে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বলেছিলেন চিত্রনায়ক শাকিব খান।
এরপর বিভিন্ন সময় বীরসহ বুবলীকে শাকিবের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে। এমন বিষয়ের ব্যাখ্যা দিয়ে এই চিত্রনায়ক বলেছিলেন, ‘আমার তো সন্তান আছে। শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির সঙ্গে মা–ও সঙ্গে আসে। তখন আমাদের হয়তো এক ছবিতে দেখা যায়। সন্তানের জন্য আমাদের দেখা সাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক।’
এদিকে, হঠাৎ করেই রোববার সন্তানসহ রোমান্টিক মুডে ধারা দিয়েছেন শাকিব খান ও বুবলী। নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করেন। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়। ছবি দেখেই বোঝা যায় ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেছে তাদের। শাকিব বুবলীর ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রশংসা করছেন।
এরপর থেকে নেট দুনিয়ায় চর্চা হচ্ছে শাকিব খান নিজের দেওয়া কথা রাখলেন না। হঠাৎ করে শাকিব-বুবলী সম্পর্কের পুনর্জাগরণের রহস্য কী? খোঁজ নিয়ে জানা গেছে, গ্রিনকার্ডের জন্য তাদের এক হওয়া। অনেক আগেই আমেরিকার গ্রিনকার্ড পেয়েছেন শাকিব। বুবলী সন্তানসহ আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। যে কারণে নিয়ম অনুযায়ী তাদের সেখানে বসবাস করতে হবে। তাহলেই মিলবে গ্রিনকার্ড। এ জন্যই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দূরত্ব ঘুচিয়ে এক হয়েছেন শাকিব, এমনটাই জানা গেছে।
বলা দরকার, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। দেশ ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন।
দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এবারের সফরে কয়েক দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান।
এদিকে, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা অভিনেতার। তবে বুবলী কবে ফিরবেন তা জানা যায়নি।
আপনার মতামত লিখুন :