ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা করেছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি। সদ্য সমাপ্ত এই সিরিজে ব্যাট হাতে দুই দলের ক্রিকেটাররা মিলে সেঞ্চুরি করেছেন ২১টি। এবং রান করেছেন ৭১৮৭।
২১ শতকের ফলে ৭০ বছর আগের অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের সেঞ্চুরির রেকর্ডকে ছুঁয়েছে।
লন্ডনের ওভালে সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে যশস্বী জয়সওয়াল সিরিজের ১৯তম সেঞ্চুরিটি হাঁকান। তারপর ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট ও তরুণ প্রতিভা হ্যারি ব্রুক সেঞ্চুরি করে সিরিজের সেঞ্চুরি সংখ্যা ২১-এ নিয়ে যান।
সিরিজে কেবল সেঞ্চুরিই নয়, এই সিরিজে মোট রান হয়েছে ৭১৮৭ রান। যা টেস্ট সিরিজের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ৭০০০ হাজার রানের এই মাইলফলক স্পর্শ করেছে।
এই সিরিজে ৯ জন ব্যাটসম্যান ৪০০-এর বেশি রান করেছেন, যা ক্রিকেট ইতিহাসের এক বিরল ঘটনা।
এ সিরিজে ভারতের অধিনায়ক শুভমন গিল অসাধারণ পারফর্ম করে ৭৫৪ রান সংগ্রহ করেছেন। এর ফলে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান গ্রাহাম গুচের ভারতের বিপক্ষে করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন।
এই সিরিজে ১৮টি বড় জুটি দেখা গেছে এবং সিরিজ জুড়ে উত্তেজনা ছিল চরমে। শেষ টেস্টেও দেখা গেছে রুদ্ধশ্বাস লড়াই।
চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩৩৯/৬, জয়ের জন্য তাদের মাত্র ৩৫ রানের প্রয়োজন ছিল। কিন্তু সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ৬ রানের ব্যবধানে হারিয়ে দেয় ভারত।
এই জয়ের ফলে ২-২ জয়ে শেষ হয় ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
আপনার মতামত লিখুন :