বরগুনার জজ কোর্ট চত্বর থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
এর আগে র্যাব-৮ (পটুয়াখালী) ও পুলিশ যৌথভাবে আল আমিনকে গ্রেপ্তারের জন্য তার গ্রামের বাড়ি ঢলুয়া ইউনিয়নে অভিযান চালায়।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় উপপরিদর্শক সোহেল রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয় এবং আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
২০১৮ সালের একটি পারিবারিক ডিক্রি মোকদ্দমায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বরগুনা সদর থানা পুলিশ গতকাল (রোববার) আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন তার হাত চিকন হওয়ায় সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।
বরগুনা থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘হাতকড়া খুলে পালানো আসামিকে ধরতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। শেষ পর্যন্ত সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
আপনার মতামত লিখুন :