স্ট্রোক, ক্যানসার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মত ১০ ধরনের জটিল শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্য বীমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই – আরওপি)’ নামের এ প্ল্যান বীমা গ্রহীতা ও তার পরিবারের সদস্যদের সঙ্কটকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে।
এতে স্ট্রোক ও ক্যানসারের মতো মারাত্মক রোগের পাশাপাশি করোনারি আর্টারি রোগ, করোনারি আর্টারি সার্জারি, হার্ট ভালভ সার্জারি বা প্রতিস্থাপন, প্রাইমারি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এন্ড-স্টেজ লিভার ফেইলিউর এবং নন-ক্যানসারাস ব্রেন টিউমারের মতোন ১০ টি প্রাণঘাতী রোগের জন্যে আর্থিক সুরক্ষা থাকছে।
নির্দিষ্ট কিছু গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে তৈরী করায় এ প্ল্যানের প্রিমিয়াম অন্যান্য গুরুতর অসুস্থতা-কেন্দ্রিক জীবন বীমার তুলনায় বেশ কম। উদাহরণস্বরূপ, এ প্ল্যানে নিজের বর্তমান শারীরিক সুস্থতা নিশ্চিত সাপেক্ষে ৩০ বছর বয়সী একজন পুরুষ মাসে মাত্র ১,৪০২ টাকা প্রিমিয়াম দিয়ে ৫ লাখ টাকার কভারেজ নিতে পারবেন। গ্রাহকেরা এককালীন, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম প্রদানের সুবিধাও পাবেন এ বীমা সেবার আওতায়।
এছাড়াও, দুর্ঘটনাজনিত মৃত্যুতে কভারেজের পুরো অর্থ (১০০ শতাংশ) প্রদান করা হবে। পলিসির মেয়াদ পূর্তিতে বা কাভারেজ বহির্ভূত মৃত্যুর ক্ষেত্রেও জমা দেওয়া প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহকেরা। কভারেজের পরিমাণ ৩ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা যাবে।
এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিতে সাশ্রয়ী ও কার্যকর সমাধান দেওয়ার ধারাবাহিকতায় এই নতুন স্বাস্থ্য বিমা চালু করা হয়েছে। একইসাথে, ৩ থেকে ৫ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির আমাদের ধারাবাহিক রেকর্ড গ্রাহকদের মেটলাইফের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।”
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন