পল্লী সঞ্চয় ব্যাংকের সিলেট বিভাগের আওতাধীন শাখাসমূহের ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন এবং ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শনিবার (৯ আগস্ট) সিলেটে “ব্যবস্থাপক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু এবং মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন।
এ সময় শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের সিলেট বিভাগের মনিটরিং কর্মকর্তা এ.এস.এম. নাহীদ আলীম, বোর্ড সচিব মুহাম্মদ আলী, জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত, সিলেট বিভাগের সকল শাখা ব্যবস্থাপক এবং ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়নে নির্বাচিত পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।
সম্মেলনে শাখাসমূহের কার্যক্রম পর্যালোচনা, মতবিনিময় ও করণীয় নির্ধারণের পাশাপাশি অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্যবস্থাপনা পর্যায়ের সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সরাসরি মতবিনিময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :