বাংলাদেশিদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন খবরে ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাধছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা।
রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘ এক বছর ধরে ভিসানীতির মারপ্যাচে ভারতে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা অনেকটাই কমে যায়।
কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট, ভারতের রাজধানী দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতেও ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি। যার প্রভাব পড়ে ভারতীয় হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় খাতে।
এই সিদ্ধান্তের ফলে পুনরায় বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি ওপারের ব্যবসায়ীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল মালিক ও ব্যবসায়ীরা মনে করছেন, এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
আপনার মতামত লিখুন :